- পেয়ারটির প্রাইস গতকাল কিছুটা কমলেও আজ আবার বাড়তে শুরু করেছে
- আজ প্রভাবশালী ইভেন্টগুলোর মধ্যে অন্যতম হল ফেড চেয়ারম্যান পাওয়েলের ব্যক্তিতা এবং FOMC মিটিং
বর্তমানে পেয়ারটির প্রাইস বাড়ছে এবং পেয়ারটি আজকে দিনের সর্বোচ্চ প্রাইস ১০৭.২৭ এ অবস্থান করছে। কয়েক সপ্তাহ ধরে পেয়ারটির প্রাইস বাড়লেও গত সপ্তাহে পেয়ারটির প্রাইস কিছুটা কমেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বানিজ্য যুদ্ধের সাথে নতুন মাত্রা যোগ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের সরকার দ্বারা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় উইঘুর বেশ কয়েক মাস ধরে নির্যাতিত হচ্ছে। এ নির্যাতনের সঙ্গে চীনের বেশ কয়েকটি সংগঠন জড়িত রয়েছে। জাতিসংঘ চীন সরকারের এ ধরণের কাজের সমালোচনা করলেও চীন সরকার এর কোন প্রতিক্রিয়া দেখাননি।
গতকাল যুক্তরাষ্ট্রের বানিজ্য মন্ত্রনালয় চীনের ২৮ টি সংগঠনকে চিহ্নিত করেছেন। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের সংঙ্গে জড়িত। বানিজ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়, চীনের তালিকাভূক্ত এ ২৮ টি সংগঠন ওয়াশিংটনের অনুমোধন ছাড়া যুক্তরাষ্ট্র থেকে কোন পণ্য ক্রয় করতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের এ ধরণের ডিসিশনের ফলে গতকাল মার্কিন কারেন্সি অর্থাৎ ডলারের প্রাইস কিছুটা কমেছিল। অপরদিকে ইয়েনের প্রাইস বেড়ে ছিল।
এছাড়াও গতকাল যুক্তরাষ্ট্রের বন্ড রিপোর্ট খারাপ আসার কারণে এক পর্যায়ে পেয়ারটির প্রাইস কমে ১০৬.৮১ এর কাছাকাছি এসেছিল। পরবর্তীতে ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েল বলে ছিলেন, অক্টোবরে ইন্টারেস্ট রেট কমানোর জন্য কোন চুক্তি হয়নি বরং পরামর্শ হয়েছিল। গতকাল জেরেমি পাওয়েলের এ মন্তব্যের ফলে পেয়ারটি প্রাইস বেড়ে ১০৭.৪৪ এসেছিল।
আজ বিনিয়োগকারীদের নজর থাকবে FOMC মিটিং এর দিকে, যার ফলে মিটিং থেকে কি ধরণের ডিসিশন আসে তার উপর নির্ভর করবে মার্কিন ডলারের অবস্থান। এছাড়াও ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েলের কনফারেন্স রয়েছে। আর এ কনফারেন্সকে কেন্দ্র করে পেয়ারটির মুভমেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন