ECB ঝড়ে মার্কেটে প্রচুর পরিবর্তন আসলেও ট্রেডাররা এখনও EURUSD পেয়ারটির পরবর্তী গন্তব্য কোনদিকে হতে পারে তা নিয়ে দ্বিধার মধ্যে রয়েছে।
কমার্জব্যাংক অ্যানালাইসিস্ট অ্যাক্সেল রুডলফের মতে, ২০০ দিনের মুভিং এভারেজ অনুযায়ী ইউরো/ডলার পেয়ারটি ১.১১৬৪ প্রাইসের ওপরে যেতে পারে। ইতিমধ্যে ইউরো/ডলার পেয়ারটি এপ্রিল এবং মে মাসের সর্বনিন্ম প্রাইসে পৌঁছেছে। এর সাথে সাথে গত সপ্তাহে ১.১১০১/১০ রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছেছিল।
আজ পেয়ারটি ১.১০ এর নিচে ওপেন হয়ে সর্বোচ্চ ১.১০১৪ প্রাইসে উঠেছিল। বর্তমানে ১.১০০২ প্রাইসে ট্রেড হচ্ছে। আপাতদৃষ্টিতে আজ প্রাইস কিছুটা নিম্নগামী হলেও প্রাইস বৃদ্ধি পেলে পেয়ারটির প্রাইস বেশ বাড়ার সুযোগ রয়েছে।
ডেইলি চার্ট এবং ২০০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখা যাচ্ছে, পেয়ারটির প্রাইস বাড়তে থাকলে ২৬ আগস্টের সর্বোচ্চ প্রাইস ১.১১৬৪ আসতে পারে। পেয়ারটির পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল হতে পারে ১.১২৫৯।
আজ পেয়ারটির প্রাইস কমতে শুরু করলে পেয়ারটি ২০১৬ সালের জুন মাসের সর্বনিন্ম প্রাইস ১.০৯২৭/২৬ আসতে পারে। প্রাইস কমার পর প্রাইস বাড়তে শুরু করলে বাই পজিশনে যাওয়া ট্রেডারদের জন্য বুদ্ধিমানের কাজ হবে।
মন্তব্য করুন