মার্কেটের এই অবস্থায় বেশিরভাগ ট্রেডাররাই ভাবছেন EURUSD এই অবস্থান থেকে প্রাইস আরও বাড়বে নাকি কমবে। শুক্রবার কাছে গিয়েও ১.১০ কে ধরতে পারলো না EURUSD. ১.০৯৯৭ প্রাইস পয়েন্ট থেকে কিছুটা কমে ০.০৯৭-৮ রেঞ্জে বর্তমানে ট্রেড হচ্ছে।
পরবর্তী রেসিসট্যান্স ১.১০২৫ এ থাকলেও স্পষ্টত ১.১০০০ প্রাইস লেভেলটি একটি সাইকোলজিক্যাল রেসিসট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। তবে ইউনাইটেড ওভারসিজ ব্যাংক UoB এর বিশেষজ্ঞরা জানিয়েছেন খুব শীঘ্রই EURUSD পেয়ারটির ১.১০ প্রাইসে যাওয়ার ভাল ধরণের সম্ভাবনা রয়েছে। মার্কেটে ঊর্ধ্বমুখী কিছুটা চাপ তৈরি হয়েছে। আর ১.১০ অতিক্রম করলেই পরবর্তী বাধা হিসেবে ১.১০২৫ রেসিসট্যান্স লেভেল কাজ করবে।
অপরদিকে প্রাইস কমে সাপোর্ট লেভেল ১.০৯৫৫ এবং ১.০৯৩৫ অতিক্রম করে যদি আর নামে, তবে ধরে নেয়া যেতে পারে মার্কেটে ঊর্ধ্বমুখী চাপ কমে এসেছে এবং প্রাইস আরও কমার সুযোগ থাকবে।
EURUSD কিছুটা সময় সাইডওয়ে ট্রেন্ডে চলতে পারে। আজ নিউইয়র্ক সেশন ১.১০২৫ এর কাছাকাছি প্রাইসে ক্লোজ হওয়ার সুযোগ রয়েছে।
আজকের দিনের প্রধান রেসিসট্যান্স এবং সাপোর্ট লেভেলগুলো হলঃ
ধরন | ১ম | ২য় | ৩য় |
রেসিসট্যান্স | ১.১০০০ | ১.১০২৫ | ১.১০৪২ |
সাপোর্ট | ১.০৯৫৫ | ১.০৯৩৫ | ১.০৯১৪ |
মন্তব্য করুন