- ইউরো/ডলার ১.১০ ছাড়িয়ে ১.১০৩১ প্রাইসে অবস্থান করছে
- আগস্ট মাসের রিপোর্টে জার্মান ট্রেড ব্যালেন্স ১৮.১ বিলিয়ন ইউরো উদ্বৃত্ত রয়েছে
- মার্কেটের মূল ইভেন্টগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের CPI ডাটা এবং চীন ও যুক্তরাষ্ট্রের বানিজ্য আলোচনা
আগস্ট মাসের জার্মান ট্রেড ব্যালেন্স রিপোর্টে প্রত্যাশার চেয়ে কম এক্সপোর্ট হয়েছে বলে জানা গেছে। এক্সপোর্ট এবং ইমপোর্টের পার্থক্য ১৯.৪ বিলিয়ন আশা করা হলেও ১৮.১ বিলিয়ন ইউরো হয়েছে। রিপোর্টে আরও উঠে এসেছে জার্মানির এক্সপোর্ট ১.৮% কমেছে এবং ইমপোর্ট ০.৫% বেড়েছে।মূলত, দুর্বল ডলারের ওপর ভর করেই আজ পেয়ারটির প্রাইস বেড়েছে।
আজ মার্কেটের মূল ইভেন্টগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের CPI ডাটা এবং চীন ও যুক্তরাষ্ট্রের বানিজ্য আলোচনা।
EURUSD পেয়ারটি গত কয়েক দিনের প্রত্যাশিত রেসিসট্যান্স লেভেল ১.১০ অতিক্রম করে এ মাসের সর্বোচ্চ প্রাইসে অবস্থান করছে। ইউরোর প্রাইস বেশ দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। অপরদিকে ডলারের প্রাইস কমে গত তিন দিনের সর্বনিন্ম প্রাইস ৯৮.৮০ এর কাছাকাছি অবস্থান করছে।
যুক্তরাষ্ট্র চীনের ২৮ টি কোম্পানিকে লিস্ট করে বলে ছিলেন, এ কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে চাইলে যুক্তরাষ্ট্র কর্তৃক পুনরায় অনুমোধন নিতে হবে। আজ যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বানিজ্য আলোচনা হবে। ইকোনমি বিশ্লেষকরা ধারণা করছে, এ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং চীন উভয় একটি চুক্তিতে সহমত পোষণ করবেন। সুতরাং যুক্তরাষ্ট্র এবং চীনের বানিজ্য আলোচনা মার্কেটে প্রভাব ফেলতে পারে। তাই বিনিয়োগকারীদের এ ইভেন্টের দিকে খেয়াল রাখা প্রয়োজন।

এছাড়াও আজ সন্ধ্যা ০৬:৩০ যুক্তরাষ্ট্র CPI ডাটা রিলিজ করবে। প্রত্যাশা করা হচ্ছে, মাসিক হিসেব অনুযায়ী সেপ্টেম্বরে CPI ডাটা ০.৩% থেকে কমে ০.২% আসতে পারে। বাৎসরিক হিসেব অনুযায়ী সেপ্টেম্বরে ২.৪% অপরিবর্তনীয় থাকতে পারে। এ রিপোর্টটি প্রকাশের সময় মার্কেটে মুভমেন্ট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পেয়ারটির ১.১০২৫ রেসিসট্যান্স লেভেলকে অতিক্রম করার পর, ৫৫ দিনের এসএমএ অনুযায়ী পেয়ারটির পরবর্তী রেসিসট্যান্স লেভেল হতে পারে ১.১০৫৫। পেয়ারটি ১.১০৫৫ রেসিসট্যান্স লেভেলে টেস্ট করলে পরবর্তীতে ১৩ সেপ্টেম্বরের সর্বোচ্চ প্রাইস ১.১১০৯ এর দিকে যেতে পারে। অপরদিকে পেয়ারটির প্রাইস কমতে শুরু করলে ১০ দিনের এসএমএ অনুযায়ী পেয়ারটি ১.০৯৫৮ সাপোর্ট লেভেলে আসতে পারে। পেয়ারটি ১.০৯৫৮ প্রাইসকে অতিক্রম করলে পেয়ারটির পরবর্তী টার্গেট হবে ১.০৮৭৯ এবং ১.০৮৩৯।
মন্তব্য করুন